‘ভারত হারার জন্যই খেলেছে’ -সমালোচনায় বিশেষজ্ঞরা
খেলাধুলা ডেস্কঃ একটা ম্যাচে এক দল জিতবে আরেক দল হারবে এটাই স্বাভাবিক। কিন্তু একটা দলের খেলা দেখে যদি মনে হয় তারা হারার জন্যই খেলছে, তাহলে তা দর্শকদের ক্ষুব্ধ করবেই। ইংল্যান্ডের করা ৩৩৭ রানের জবাবে গতকাল রবিবার ভারত যেভাবে খেলেছে, তা দেখে বিস্মিত হয়ে পড়েছে ক্রিকেট বিশ্ব। ক্রিকেট ভক্ত-সমর্থক থেকে শুরু করে বোদ্ধাদের মাঝেও সন্দেহ দানা বেঁধেছে যে, আদৌ কি ম্যাচ জয়ের জন্য খেলেছে ভারত? টুইটারে সাবেক ক্রিকেট তারকারা বিস্ময় প্রকাশ করেছেন।
ভারত আর ইংল্যান্ডের এই ম্যাচে ভাগ্য জড়িয়ে ছিল তিন দেশের। পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার। ইংল্যান্ডকে যদি ভারত হারিয়ে দিতে পারে, তাহলে এই তিন দলের সামনেই সেমিতে যাওয়ার সম্ভাবনা তৈরি হতো। কিন্তু উল্টো ভারতকে ৩১ রানে হারিয়ে দিয়ে সেমির লড়াইয়ে দারুণভাবে ফিরে এসেছে ইংল্যান্ড। বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ নিয়ে বিগ শট না খেলে ধোনি-কেদাররা খেলেন শুধু সিঙ্গেলস। ইনিংসে একটিমাত্র ছক্কা মারেন ধোনি; সেটাও শেষ ওভারে যখন ভারতের পরাজয় নিশ্চিত হয়ে গেছে!
এমন ইচ্ছাকৃত হারের পর টুইটারে পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনিস লিখেন, ‘আপনি কে সেটা বড় বিষয় নয়। নিজেকে চেনানোর জন্য আপনি কী করছেন সেটাও ব্যাপার না। এমনকি পাকিস্তান সেমিতে যাবে কি যাবে না সেটাও আমার জন্য চিন্তার কারণ নয়। কিন্তু নিশ্চিত একটি বিষয় আমাকে খুব বিস্মিত করেছে। কিছু চ্যাম্পিয়ন দলের স্পোর্টসম্যানশিপের পরীক্ষা হয়ে গে