ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের কোটালীপাড়া থানা পরিদর্শন
কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি- ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ হাবিবুর রহমান গোপালগঞ্জের কোটালীপাড়া থানা পরিদর্শন করেন।
গত ৩০ জুন বিকাল ৪ টায় তিনি থানা কম্পাউন্ডে পৌছালে ওসি তদন্তে মোঃ জাকারিয়া এর নেত্রীত্বে একদল চৌকশ পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করেন।
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান খান (পিপিএম বার) সহ জেলা পুলিশের কর্মকর্তা বৃন্দ তার সঙ্গে থেকে গার্ড অব অনার ও সালাম গ্রহন করেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শ্রী বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এসএম হুমায়ুন কবির, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, পিঞ্জুরি ইউপি চেয়ারম্যান আবু সাইদ সিকদার, ঘাঘর বাজার বনিক সমিতির সাংগঠনিক সম্পাদক ডাঃ হাবিবুল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান কৃষ্ণ প্রসাদ মজুমদার সহ স্থানীয় রাজনৈতিক নেত্রীবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন পত্র-পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অফিসার ইনচার্জ এর কার্যালয়ে উপস্থিত সকলের সাথে দেশের উন্নয়নের প্রধান বাধা সন্ত্রাশ, জঙ্গিবাদ ও মাদক সহ উপজেলার সামগ্রীক আইন শৃঙ্খলা রক্ষার জন্য উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এলাকার গন্যমান্য বর্গের সহযোগিতা চাইলেন ডিআইজি হাবিবুর রহমান। পরে তিনি নব নির্মিত থানা কম্পাউন্ড পরিদর্শন করেন।