সব

রাবিতে এ আর মল্লিক লেকচার হল উদ্বোধন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 1st July 2019at 10:49 pm
63 Views

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের প্রথম বিভাগীয় প্রধান ড. এ আর মল্লিক স্মরণে ‘ড. এ আর মল্লিক লেকচার হল’ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১টায় ইতিহাস বিভাগে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এই হল উদ্বোধন করেন।

বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম সারোয়ারের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। এ সময় বিভাগের অধ্যাপক এম শমশের আলী ,কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ফজলুল হক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ফখরুল ইসলাম বক্তব্য দেন। অনুষ্ঠানে ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক মর্ত্তুজা খালেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ড.এ আর মল্লিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৎকালীন জিন্নাহ হলের (বর্তমান শের-ই-বাংলা ফজলুল হক হল) প্রথম প্রাধ্যক্ষও ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে প্রভাষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রকল্প পরিচালক ও প্রথম উপাচার্য, মুক্তিযুদ্ধকালে প্রবাসী বাংলাদেশ সরকারের দূত,স্বাধীন বাংলাদেশের প্রথম শিক্ষা সচিব, দিল্লীতে বাংলাদেশের হাইকমিশনার, অর্থমন্ত্রী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ইমেরিটাস ছিলেন। তিনি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।


সর্বশেষ খবর