সব

ইস্টার্ন ইউনিভার্সিটিতে উন্মুক্ত বক্তৃতা প্রতিযোগিতা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 4th July 2019at 9:50 pm
45 Views

নিজস্ব প্রতিবেদকঃ‘সম্প্রীতিই প্রগতি’ বিষয়ে এক উন্মুক্ত বক্তৃতা প্রতিযোগিতা গতকাল (৩ জুলাই, ২০১৯) রাজধানীর ধানমন্ডিতে ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন।

বিশ^বিদ্যালয়ের সেমিনার কক্ষে দিনব্যাপী আয়োজিত এই বক্তৃতা প্রতিযোগিতায় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে গার্গি চ্যাটার্জি প্রথম এবং আশরাফুন নেসা মৌরী দ্বিতীয় স্থান লাভ করে। এই দুই প্রতিযোগী চলতি মাসের তৃতীয় সপ্তাহে দ্বিতীয় রাউন্ডে অনুষ্ঠেয় ‘বুট ক্যাম্পে’ অংশ নেবে। এখানে দেশের ১২টি বিশ^বিদ্যালয় থেকে নির্বাচিত মোট ২৪ জন প্রতিযোগী অংশ নেবেন। এদের মধ্য থেকে ফাইনাল রাউন্ডে অংশ নেবেন ১০ জন।

অনুষ্ঠানের শুরুতে প্রতিযোগিতার উদ্দেশ্য তুলে ধরেন সম্প্রীতি প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আইরিন বাশার রিফাত। বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার আবুল বাশার খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইভেন্ট এক্সপোজারের প্রধান নির্বাহী পরিচালক মির্জা ওয়াহিদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।


সর্বশেষ খবর