সব

নড়াইলে ৪২ বোতল বাংলা মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 4th July 2019at 10:06 pm
48 Views

নড়াইল জেলা প্রতিনিধিঃ কালিয়া উপজেলা খাদ্য গুদামের সামনে থেকে গোপন সংবাদের দিবাগত রাত ১১টার দিকে অভিযান চালিয়ে ২১লিটার (৪২বোতল) বাংলা মদ উদ্ধার করা হযেছে।

আলিম চৌধুরী (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। আলিম উপজেলার চেরখালি গ্রামের মহি চৌধুরীর ছেলে বলে পুলিশ জানায়।

পিতার নাম সঠিক থাকলেও অনুসন্ধানে তার প্রকৃত ঠিকানা জানা যায়,অত্র নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউপির মঙ্গলপুর গ্রামে।

এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে জানান নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে ৪২বোতল বাংলাসহ ১জনকে গ্রেফতার করেছে। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, নড়াইলকে আমরা ইতোমধ্যে মাদকের করাল গ্রাস থেকে অনেকাংশে মুক্ত করে ফেলেছি। তবে বেশ কিছু মাদকব্যবসায়ী প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে নতুন নতুন কৌশল অবলম্বন করে ব্যবসা করা শুরু করছে। কিন্তু নড়াইল জেলা পুলিশের টিমগুলোর কাছে তাদেরকে পরাজয় বরণ করতে হচ্ছে।

এ কারণে সকলকে মাদক, জঙ্গি ও সন্ত্রাস থেকে দূরে থাকার জন্য কঠোর হুঁশিয়ারিও প্রদান করেন তিনি।


সর্বশেষ খবর