সব

শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতে ইভটিজারের ৩ মাসের কারাদণ্ড

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 5th July 2019at 6:39 am
53 Views

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় এক ইভটিজারের ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেনীর এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে ধলহরাচন্দ্র গ্রামের হাদী মিঞার ছেলে রাজন হোসেন (২০) উত্যক্ত করে আসছিলো। বৃহস্পতিবার ঐ ছাত্রীকে তার স্কুল আঙ্গিনায় উত্যক্ত করছিলো রাজন।

এসময় স্থানীয়রা ইভটিজারকে আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। খবর পরে ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতের সহযোগি ছিলেন শৈলকুপা থানার এসআই উত্তম কুমার।


সর্বশেষ খবর