সব

গাজীপুর প্রেস ক্লাবের নতুন ভবনের উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 6th July 2019at 6:45 am
54 Views

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি ঃ  গাজীপুর টাউনের রথখোলা এলাকায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল সড়কে অবস্থিত গাজীপুর প্রেস ক্লাবের নতুন ভবনে উদ্বোধন করা হয়েছে।

৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আলহাজ্ব এডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন ও ফিতা কেটে গাজীপুর প্রেস ক্লাবের নতুন ভবনের উদ্বোধন করেন।

পরে প্রেস ক্লাব ভবনে গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম সামসুন্নাহার ভূইয়া, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাছনা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক এস.এম. তারিকুল ইসলাম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকার, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন প্রমুখ।

এসময় মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে আরো যতœবান হতে হবে। সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে ধরা হয়। সে জন্য রাষ্ট্র ও সমাজের প্রতি তাদেরও একটি দায়িত্ব রয়েছে। তাই সাংবাদিকদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে শিক্ষাবিদ নূরুল ইসলাম (ভাওয়াল রতœ), গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মশিউর রহমান, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু হানিফ, জেলা তথ্য অফিসার জালাল উদ্দিন, গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, নাসির আহমেদ ও মোঃ খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমদ সরকার, দেলোয়ার হোসেন, মোঃ রুহুল আমিন, আলমগীর হোসেন, এম নজরুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, ক্লাবের কার্য নির্বাহী কমিটির সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম আজহার, সাংগঠনিক সম্পাদক হাসমত আলী, কোষাধ্যক্ষ কামাল হোসেন বাবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হাসান, দফতর সম্পাদক সিরাজ উদ্দিন, ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য শরীফ আহমেদ শামীম, আব্দুর রহমান, বেলাল হোসেন, মিলটন খন্দকারসহ ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর