সব

চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 6th July 2019at 2:44 pm
49 Views

আমারবাংলা ডেস্কঃ চীনে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে শনিবার দুপুরে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি।

আজ শনিবার দুপুর ১টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে সকালে বেইজিং ক্যাপিটাল বিমানবন্দর থেকে দেশের পথে রওনা হন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, দেওয়া হয় ‘স্টাটিক গার্ড’ও। বেইজিং বিমানবন্দরে শেখ হাসিনাকে বিদায় জানান চীনের ভাইস পররাষ্ট্রমন্ত্রী, উপস্থিত ছিলেন দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ফজলুল করিম।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এফবিসিসিআই সভাপতি শেখ ফাহিমের নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও সফরে ছিলেন।

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দুদেশ পাঁচটি চুক্তি, তিনটি সমঝোতা ও একটি লেটার অব এক্সচেঞ্জে সই করে।

এছাড়া বেইজিংয়ের দিয়ায়োতাই স্টেট গেস্ট হাইজে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। শি চিনপিংয়ের দেওয়া নৈশভোজেও অংশ নেন তিনি।

চীন সফর নিয়ে প্রধানমন্ত্রী সোমবার সংবাদ সম্মেলনে আসছেন বলে জানানো হয়েছে। ওই দিন বেলা ৪টায় গণভবনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।


সর্বশেষ খবর