খালেদা জিয়াকে জামিন দিচ্ছে না সরকার : মির্জা ফখরুল
আমারবাংলা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন সরকার আটকে রেখেছে বলে অভিযোগ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা তার মুক্তি চাচ্ছি, কারণ এটা মিথ্যা ও সাজানো মামলা। এই ধরনের মামলায় তাদের নেতা ও অনুসারীরা জামিনে রয়েছেন। কিন্তু আমাদের নেত্রীকে জামিন দিচ্ছে না। সম্পূর্ণ বেআইনি, অবৈধ।’
আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়াসহ সব নেতাদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ মানববন্ধনের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা বলতে চাই, আইনগতভাবে খালেদা জিয়ার যে পাওনা, সেই জামিন চাই। তার মুক্তি আজকে গণদাবি, সবাই তার মুক্তি চায়।’
তিনি আরো বলেন, ‘সব রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ করে একটা গণজোয়ারের মধ্যে দিয়ে এই সরকারকে পরাজিত ও অপসারণ করতে হবে।’
বর্তমান সরকার ভয়াবহ অভিহিত করে বিএনপি মহাসচিব বলেন, ‘যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে। তাদের সরাতে হলে জনগণের ঐক্যের কোনও বিকল্প নেই। সেই ঐক্য আমাদেরকে সৃষ্টি করতে হবে।’
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, শামসুল হক, হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।