সব

রণবিরের জন্য আলিয়ার সময় নেই, তবে দীপিকা রাজি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 6th July 2019at 3:41 pm
51 Views

বিনোদন ডেস্কঃ লাভ রঞ্জনের পরের ছবিতে অভিনয় করবেন রণবির কাপুর, এটা পুরনো খবর। নতুন খবর হলো, এই ছবিতে রণবিরের বিপরীতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন অভিনেতার বাস্তব জীবনের প্রেমিকা আলিয়া ভাট। কিন্তু মুশকিল হলো, যে সময়টাতে ছবির শুটিং হবে তখন অন্য একটি ছবির শুটিংয়ে ব্যস্ত থাকবেন আলিয়া। বিষয়টি ঠিক করতে পরিচালক, আলিয়া দুজনেই অনেক চেষ্টা করেছেন, কিন্তু কোনোমতেই আলিয়ার সঙ্গে সময় মেলানো যায়নি। এরপর ছবির প্রধান অভিনেত্রী নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। একে একে অনেকেরই নাম আসে, কিন্তু কাউকেই চূড়ান্ত করা যায়নি।

অবশেষে চরিত্রটির জন্য পাওয়া গেল দীপিকা পাড়ুকোনকে। এখন সাবেক প্রেমিক রণবিরের জুটি হবেন দীপিকা। আগে এ দুজনকে ‘বাচনা এ হাসিনো’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ও ‘তামাশা’য় একসঙ্গে দেখা গেছে। তবে জানা গেছে, শুধু সময় স্বল্পতাই ছবিটি থেকে আলিয়ার বাদ পড়ার একমাত্র কারণ নয়। অভিনেত্রীর একটি সূত্র জানিয়েছে, রণবিরের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর দুজনেই ঠিক করেছেন পারতপক্ষে দুজন পর্দায় জুটি হবেন না। এ জন্যই লাভ রঞ্জনের ছবিটি করছেন না অভিনেত্রী। তবে সামনের বছর মুক্তির অপেক্ষায় থাকা ‘ব্রহ্মাস্ত্র’তে ঠিকই দেখা যাবে তাঁদের। সম্পর্কে জড়ানোর অনেক আগেই ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তাঁরা।


সর্বশেষ খবর