সব

যুক্তরাষ্ট্রে ওষুধের দাম সর্বনিম্ন করার প্রতিশ্রুতি ট্রাম্পের

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 6th July 2019at 3:47 pm
48 Views

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে যুক্তরাষ্ট্রে ওষুধের দাম সর্বনিম্ন করার নির্বাহী আদেশ জারি করতে কাজ করে যাচ্ছে মার্কিন প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানিয়েছেন। শুক্রবার হোয়াইট হাউসে এক বক্তব্যে এ কথা জানান তিনি।

ট্রাম্প বলেছেন,মার্কিন জনগণকে কিভাবে সবচেয়ে কম দামে ওষুধ দেয়া যায় সেটা নিয়ে একটি নির্বাহী আদেশ জারি করার বিষয়ে কাজ করছি আমরা।

তিনি বলেন, আপনারা জানেন, বিশ্বের অন্যান্য দেশের নাগরিকদের ওষুধের জন্য আমাদের চেয়ে অনেক কম ব্যয় করতে হচ্ছে। ওষুধে কোনো কোনো দেশের ব্যয় আমাদের চেয়ে শতকরা ৬০ ভাগ থেকে ৭০ ভাগ পর্যন্ত কম।

ট্রাম্প বলেন, কানাডার মতো বিশ্বের আরো অনেক দেশ আমাদের চেয়ে কম দামে ওষুধ বিক্রি করতে পারলে আমরা কেন পারবো না?

ট্রাম্প ঘোষণা দেন, তিনি ‘নির্বাহী আদেশ জারি করে’ ওষুধের মূল্য নিয়ন্ত্রণ করবেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে উৎপাদিত প্রায় প্রতিটি ওষুধের দাম প্রতিবেশি দেশ কানাডা ও মেক্সিকোসহ ইউরোপের দেশগুলোর চেয়েও বেশি।

সূত্র : স্ট্রেইটস টাইমস, এএফপি


সর্বশেষ খবর