হরতালকে ‘না’ বলে দুর্নীতির বিরুদ্ধে লড়ুন : মোমিন মেহেদী
নিজস্ব প্রতিনিধিঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, হরতালকে ‘না’ বলে দুর্নীতির বিরুদ্ধে লড়ুন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজন্মের রাজনীতিকরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলুন, ঐ্যবদ্ধ হোন। তা না হলে ক্ষতিগ্রস্থ হবে বাংলাদেশ, বাংলাদেশের রাজনীতি-অর্থনীতি-সমাজ-সভ্যতা।
৬ জুলাই বিকেল ৪ টায় হোটেল একাত্তরে ‘হরতাল বনাম বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় প্রেসিডিয়াম মেম্বার একরামুল হক গাজী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, যুগ্ম মহাসচিব আফরিনা চৌধুরী, সিদ্দিকী হাবিবুর রহমান, অধ্যাপক আ ন ম হাসানুল কবির প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় মোমিন মেহেদী আরো বলেন, নতুন প্রজন্মের রাজনীতিককে কোন প্রতিবন্ধকতাই রুখতে পারবে না। ন্যায় আর সততার রাস্তা ধরে রাজনীতিতে আমূল পরিবর্তন নতুন প্রজন্মই আনবে।