সব

ঝিনাইদহে স্বামীকে অচেতন করে, বাসর রাতে টাকা-স্বর্ণালংকারসহ পালাল নববধূ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 7th July 2019at 8:13 am
57 Views

জাহিদুর রহমান তারিকঃ ঝিনাইদহে স্বামীকে শরবতের সাথে ঘুমের বড়ি খাইয়ে অচেতন করে বাসর রাতে টাকা-স্বর্ণালংকারসহ পালিয়ে গেল চুয়াডাঙ্গার নববধু উমাইয়া আক্তার লিথি। পালিয়ে যাওয়ার পূর্বে সে নিজ স্বামীকে ঘুমের বড়ি খাইয়ে অচেতন করে নেয়।

এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছে চুয়াডাঙ্গা জেলার শহরের মসজিদপাড়ার মেয়ে উমাইয়া আক্তার লিথি।

এলাকাবাসী ও ছেলের পরিবারবর্গের সাথে কথা বলে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার মসজিদপাড়ার গোলাম মোস্তফা লালা’র মেয়ে উমাইয়া আক্তার লিথি’র সাথে বিয়ে হয় ঝিনাইদহ শহরের সমভ্রান্ত মুসলিম পরিবারের একটি ছেলের।

গত ২৮ শে জুন শুক্রবার ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ায় লিথির বোনের বাড়ীতে বিবাহ সম্পন্ন হয়। এরপর বাসর রাতে ছেলের বাড়ী থেকে স্বামীকে শরবতের সাথে ঘুমের বড়ি খাইয়ে অচেতন করে ফেলে। রাত ২টা ৪৫ মিনিটে লিথি ২০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার ও বিয়েতে প্রাপ্ত যাবতীয় দামী পোষাক-শাড়ী ও অন্যান্য জিনিষ পত্রাদীসহ পালিয়ে যায়। যা বাড়ীতে রাখা সিসি টিভি ক্যামেরায় ধরা পরে। পালিয়ে যাওয়ার সময় সে খালি পায়ে ছিল বলে ক্যামেরার ভিডিওতে দেখা যায়।

অভিযোগে আরও জানা যায়, পূর্বে অন্য আরেকটি ছেলে যার নাম সাগর এর সাথে সে রাতেই মোবাইল ফোনে যোগাযোগ করে দেখা করে এবং অজানার উদ্যেশ্যে পাড়ি জমায়।

ঝিনাইদহ সদর থানা সূত্রে জানা যায়, এ ব্যাপারে ছেলের বাবা বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করছে।


সর্বশেষ খবর