শৈলকুপায় ঘর থেকে ৩২টি গোখরা সাঁপের ডিম ও বাচ্চা উদ্ধার
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় সাদেক শেখ নামে এক কৃষকের বসতঘর থেকে ৩২টি বিষধর গোখরা সাঁপের বাচ্চাসহ ডিম উদ্ধার করা হয়েছে।রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার মালিপাড়া গ্রামে এ বিষধর গোখরা সাঁপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়।
কৃষক সাদেক শেখের পুত্র হালিম জানান, গত শুক্রবার সকালে ঘরের কোণে সাঁপের খোসা দেখতে পাওয়া যায়। সেই কারনেই রবিবার সাপুড়ে ডেকে ঘর খোঁড়ার কাজ শুরু করা হয়। খোঁড়াখুঁড়ির একপর্যায়ে ঘরের কোন থেকে ৩২টি বিষধর গোখরা সাঁপের বাচ্চাসহ বেশ কয়েকটি ডিম উদ্ধার করেছে সাপুড়ে।
সাপুড়ে চিত্তরঞ্জন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে কড়ি চালান দিয়ে বুঝতে পারি ঐ স্থানে অনেক গুলো বিষধর সাপ আছে। পরে ঘরের মাটি খুঁড়ে ৩২ টি বিষধর গোখরা সাঁপের বাচ্চাসহ ডিম উদ্ধার করা গেলেও মা গোখরা সাঁপটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে মা গোখরা ধরতে চেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।