সব

কোটালীপাড়া উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে বনিক সমিতির সংবর্ধনা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 8th July 2019at 8:49 am
61 Views

রনী আহম্মেদ কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি-গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আঃ খালেক হাওলাদার ও মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষীরানী সরকার এর ভাঙ্গারহাট বনিক সমিতি কর্তৃক এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার উপজেলার ভাঙ্গারহাট বাজার বনিক সমিতির আয়োজনে ও বনিক সমিতির বিশিষ্ট ব্যবসায়ী শ্রীধাম চন্দ্র ওঝার সভাপতিত্বে ভাঙ্গারহাট বাজার কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাধাগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি অশোক চন্দ্র বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহবুবু আলী খান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম হুমায়ুন কবির, হিরন ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, কোটালীপাড়া পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা  আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কৃষ্ণ প্রসাদ মজুমদার, ভাঙ্গারহাট বনিক সমিতির সভাপতি সিরাজুল হক মোল্লা, উপজেলা যুবলীগ সভাপতির পথ প্রত্যাশি ও সেড গ্রুপের চেয়ারম্যান ডাঃ সঞ্জয় বাড়ৈ জয় প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন- এবারে উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠ ভোটের মাধ্যমে জনগনের আশা আকাংখার প্রতিফলন ঘটেছে। তাই উপজেলার জনগন বিপুল সংখ্যক ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়দের নির্বাচিত করেছেন। কোটালীপাড়া উপজেলাকে একটি মডেল  উপজেলায় রুপান্তর করতে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়ের প্রতি জনগন আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রথমে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ভাঙ্গারহাট বনিক সমিতির পক্ষ থেকে প্রথমে ফুল দিয়ে বরন করেন এবং উপহার প্রদান করেন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ এক প্রীতিভোজে অংশগ্রহন করেন।


সর্বশেষ খবর