সব

কোটালীপাড়ায় নব যোগদানকৃত গোপালগঞ্জ জেলা প্রশাসকের মত বিনিময় সভা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 9th July 2019at 9:02 am
51 Views

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি ঃ গোপালগঞ্জের নব যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব শাহিদা সুলতানা’র কোটালীপাড়ায় আগমন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে, কোটালীপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এসএম মাহফুজুর রহমান এর সভাপতিত্তে অনুষ্ঠানের প্রধান অতিথি, নব যোগদানকৃত জেলা প্রশাসক সভাস্থলে এসে পৌছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন। এবং তার সুচনা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হয়।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান শ্রী বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এসএম হামায়ুন কবির, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার হাজী লুৎফর রহমান শেখ, ভাইস চেয়ারম্যান আঃ খালেক হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী সরকার, সাবেক ডিপুটি কামান্ডার মুক্তিযোদ্ধা মুজিবুল হক, ডাঃ প্রেমানন্দ মন্ডল, মুক্তিযোদ্ধা রুহুল আমিন হাওলাদার, কাজী শাফায়েত, কৃষি অফিসার রবিন্দ্রনাথ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ। বক্তারা- উন্নয়ন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ উপজেলার বিভিন্ন বিষয়ে নব যোগদানকৃত জেলা প্রশাসকের সাথে মত বিনিময় করেন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব শাহিদা সুলতানা তার বক্তব্যে বলেন- আমি আপনাদের সাথে বঙ্গবন্ধু জন্ম ভূমি গোপালগঞ্জের উন্নয়নের লক্ষে কাজ করে যাব।

তিনি আরো বলেন- সরকারি কোন কর্মকর্তা জনসাধারনের সাথে কোন প্রকার খারাপ আচরণ করবেন না এবং কোন প্রকার দূর্ণীতিকে পোশ্রয় দিবেন না। আপনাদের দপ্তরে যেই আসুক তার কাজ সঠিক ভাবে সম্পন্ন করে দেওয়ার জন্য অনুরোধ করছি। অনুষ্ঠান শেষে নব যোগদানকৃত জেলা প্রশাসক মহোদয় উপস্থিত সকলের মাঝে বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করেন।


সর্বশেষ খবর