হত্যাকাণ্ডের আল-কায়েদার স্বীকারোক্তি, দাবি সাইটের
স্টাফ রিপোর্টারঃ আল-কায়েদা সংশ্লিষ্ট ভারতীয় উপমহাদেশের শাখা আনসার আল ইসলাম নামে একটি সংগঠন অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমউদ্দিন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে দাবি করেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।
শুক্রবার রাতে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থাটির ওয়েবসাইটে দায় স্বীকারের এই বার্তা প্রকাশ করা হয় বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। যদিও সাইট ইন্টেলিজেন্স গ্রুপের খবরের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে বাংলাদেশ সরকারের।
রয়টার্সও বলেছে, তারা তাৎক্ষণিকভাবে এই বার্তার সত্যতা যাচাই করতে পারেনি। রয়টার্সের খবরে বলা হয়, ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার (একিউআইএস) বাংলাদেশ শাখা আনসার আল-ইসলাম বলেছে, ব্লগার নাজিমুদ্দিন সামাদ ফেইসবুকে আল্লাহ, নবী মোহাম্মদ ও ইসলামকে অবমামনা করায় প্রতিশোধ হিসেবে তাদের সদস্যরা এই হামলা চালিয়েছে।