ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘অ্যানালিটিক্যাল স্কিল ডেভেলপমেন্ট’ সেমিনার
নিজস্ব প্রতিবেদকঃ ‘অ্যানালিটিক্যাল স্কিল ডেভেলপমেন্ট’ বিষয়ে এক সেমিনার গত ১১ জুন বৃহস্পতিবার ইস্টার্ন ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। ফ্যকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির আয়োজনে ইউনিভার্সিটির বোর্ড রুমে সকাল ১০টায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত হোসেন মোগল। সম্মানিত অতিথি (গেস্ট অব অনার) ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। সেশন স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের সিএসই ডিপার্টমেন্টের অধ্যাপক এবং ইস্টার্ন ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।
সেমিনারে বক্তারা ইমেরিটাস অধ্যাপক হিসেবে পেয়ে ড. মোহাম্মদ কায়কোবাদকে ধন্যবাদ জানান এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন ড. মোহাম্মদ কায়কোবাদ। বক্তব্যের এক পর্যায়ে তিনি শিক্ষার্থীদের আনন্দ দিতে বলেন, স্কুল কলেজে পড়ে সব কিছু ভুলে গিয়ে যা বাকি থাকে, সেটাই হলো শিক্ষা। শিক্ষার এই নতুন সংজ্ঞা শুনে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে হাসির রোল পড়ে যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির উপদেষ্টা অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একই ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মাহফুজুর রহমান।