সব

ঝিনাইদহে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সম্মেলন অনুষ্ঠিত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 15th July 2019at 5:52 am
47 Views

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শারমিন সুলতানার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বাসদ খুলনা জেলা শাখার সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, ঝিনাইদহ জেলা বাসসের সমন্বয়ক এ্যাডঃ আসাদুল ইসলাম, বাসদ নেতা নাসির উদ্দিন প্রিন্স, রাসিব রহমান প্রমুখ।

এসময় বক্তারা, সরকারি কে.সি কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দাবি করেন। সেই সাথে টাকা যার শিক্ষা তার এই নীতির বিরুদ্ধে দূর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলার জন্য জোর আহ্বান জানানো হয়।

এছাড়াও নুসরাতসহ সকল নারী ও শিশু ধর্ষণ এর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ, জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্ধের দাবি জানানো হয়।

অনুষ্ঠান শেষে ছাত্রনেতা শারমিন সুলতানা কে সভাপতি এবং ফারজানা ইয়াসমিন রিমা কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।


সর্বশেষ খবর