বিএনপির ৭ যুগ্ম-মহাসচিবের নাম ঘোষণা
স্টাফ রিপোর্টারঃবিএনপির নতুন নির্বাহী কমিটিতে সাতজন যুগ্ম-মহাসচিব ও আটজন সাংগঠনিক সম্পাদদের নাম ঘোষণা করা হয়েছে।
যুগ্ম মহাসচিবরা হলেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, হারুনুর রশিদ ও লায়ন আসলাম চৌধুরী। সাংগঠনিক সম্পাদকরা হলেন, ঢাকায় ফজলুল হক মিলন, চট্রগামে ডা. শাহাদাৎ হোসেন, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, রাজশাহীতে অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বরিশালে বিলকিস জাহান মিরিন, রংপুরে আসাদুল হাবিব দুলু, ময়মনসিংহে ইমরান সাহেল প্রিন্স ও ফরিদ পুরে শ্যামা ওবায়েদ। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ ঘোষণা দেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই নাম অনুমোদন করেছেন। রিজভী বলেন, ‘গত ১৯ মার্চ বিএনপির কাউন্সিলে কাউন্সিলররা দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী কমিটিসহ দলের সব কমিটি গঠনের ক্ষমতা দেন। সেই ক্ষমতার ভিত্তিতে তিনি এসব পদে তাদের মনোনীত করেছেন।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ। ১৯ মার্চ কাউন্সিলে বিএনপির চেয়ারপারসন পদে খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমান নির্বাচিত হন। তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহাসচিব, রুহুল কবির রিজভীকে সিনিয়র যুগ্ম-মহাসচিব ও মিজানুর রহমান সিনহাকে কোষাধ্যক্ষ বলে মনোনয়নের ঘোষণা দেওয়া হয়।