সব

রাকসু নির্বাচন নেতাদের দাবি- সংলাপের নামে নাটক মঞ্চায়িত রাবি প্রশাসনের

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 17th July 2019at 6:21 am
47 Views

এম এ জাহাঙ্গীর, রাবি:নানা জল্পনা, কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ২৮ বছর পর সম্প্রতি সচল হয়েছে ডাকসু। ডাকসু সচলের আন্দোলন শুরুর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের আশার সঞ্চার হয় ছাত্র নেতাদের মধ্যে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্রসংগঠনের সঙ্গে আলোচনার জন্য প্রক্টরের নেতৃত্বে মতবিনিময় কমিটি গঠন করে। এরই মধ্যে অধিকাংশ ছাত্র সংগঠনের সাথে আলোচনা শেষ করেছে বিশ্ববিদ্যালয়ের গঠিত কমিটি। বিতর্কিত ডাকসুর ফলে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে বলে মনে করছেন ছাত্র নেতারা। আর সংলাপকে নাটক বলেও উল্লেখ করেছেন তারা।

রাকসু নির্বাচন বিষয়ে রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর বলেন, দীর্ঘদিন আন্দোলন করার ফলে প্রশাসন রাকসু নির্বাচন নিয়ে আগ্রহ দেখিয়েছিলো এবং রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে সংলাপ করেছিলো। তবে প্রশাসন সংলাপের নামে নাটক মঞ্চায়িত করেছে যাতে সাধারণ ছাত্রছাত্রীরা রাকসু নিয়ে কোন আন্দোলন করতে না পারে।

তিনি আরও বলেন, রাকসু নির্বাচনের জন্য সব দল মিলে জোরালো আন্দোলন গড়ে তোলা হবে। ডাকসুর মতো প্রহসনের নির্বাচন রাকসুতে হতে দেওয়া হবে না বলে তিনি হুশিয়ারি দেন।

নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন,  প্রশাসনের কাছে আমরা অতি দ্রুত রাকসু নির্বাচনের তফসিল এবং তারিখ ঘোষণার দাবি জানিয়েছি। প্রশাসন আমাদেরকে এই বিষয়ে আশস্ত করলেও নির্দিষ্ট করে কিছু বলে নি। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি রাকসু নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষর্থীরা ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বেছে নিবে বলে আমি মনে করি।

তিনি আরও বলেন, যেহেতু ডাকসু নির্বাচন হয়ে গেছে সেহেতু দ্রুত রাকসু নির্বাচন সুষ্ঠু ভাবে  অনুষ্ঠিত হবে। তাছাড়া ডাকসু নির্বাচনের কোন প্রভাব রাকসুতে পড়বে না বলেও জানান তিনি।

ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, রাকসু নির্বাচনের পরিবেশ তৈরিতে প্রশাসনের কোন দৃশ্যমান পদক্ষেপ নাই। সংলাপ শেষ হলেও প্রশাসন সংলাপের সারাংশ প্রকাশ করেনি এবং কবে নাগাদ রাকসু হতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু  বলেনি। ডাকসুতে যে ভোট কারচুপির নির্বাচন হয়েছে রাকসুতেও সেরকম নির্বাচন হবে বলে আমি মনে করি।

ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন বলেন, রাকসু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন উদ্যোগ নেই। আমরা রাকসু নির্বাচনের জন্য বিভিন্ন সময় আন্দোলন করেছি এবং দাবি জানিয়েছি। তাই প্রশাসন যদি সুষ্ঠু নির্বাচনের সকল পদক্ষেপ গ্রহণ করে তাহলে আমরা নির্বাচনে যাবো। তবে প্রশাসন ডাকসু নির্বাচনের মতো করে রাকসু নির্বাচন করার চেষ্টা করবে বলে আমি মনে করি।

উল্লেখ্য, ১৯৬২ সালে সৎ, যোগ্য নেতৃত্ব তৈরি করার জন্য  মিনি পার্লামেন্ট খ্যাত রাকসু প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময় থেকে এখন পর্যন্ত ১৪ বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৯-১৯৯০ মেয়াদে। এই  দীর্ঘ সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট অনেক পরিবর্তিত হলেও শুধু রাকসুর প্রেক্ষাপটের কোন পরিবর্তন হয়নি।


সর্বশেষ খবর