নতুনরাই কালে কালে বিজয়ী হয়েছে-রাসেলের নতুনধারায় যোগদান অনুষ্ঠানে মোমিন মেহেদী
নিজস্ব প্রতিনিধিঃ চ্যানেল আই জয়পুরহাট প্রতিনিধি শফিউল বারী রাসেলের নতুনধারায় যোগ অনুষ্ঠানে মোমিন মেহেদী বলেছেন, নতুনরাই কালে কালে বিজয়ী হয়েছে।
শিক্ষা সাহিত্য-সংস্কৃতি-সমাজ ও অর্থনীতিতে তারাই বড় বিজয় এনেছে। আর এই কারনেই লেগে থাকতে হবে, সংগঠিত করতে হবে বাংলাদেশের কৃষক-শ্রমিক-ছাত্র-যুব-জনতাকে।
১৬ জুলাই সন্ধ্যায় ৩৩ তোপখানা রোডস্থ এক অনাড়ম্বর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী উপরোক্ত কথা বলেন।
এসময় প্রেসিডিয়াম মেম্বার আলতাফ হোসেন রায়হান, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ফরহাদুল ইসলাম কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শফিউল বারী রাসেল বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি কথায় নয়; কাজে বিশ্বাসী। আর তাই তাদের কাজের কারণে নিবেদিত থাকার অঙ্গীকারে যুক্ত হলাম। ইনশাল্লাহ আজীবন নতুনধারার পতাকাবাহী থাকবো।