সব

কুমিল্লা শিক্ষাবোর্ডে এগিয়েছে মেয়েরা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 17th July 2019at 3:36 pm
37 Views

আমারবাংলা ডেস্কঃ কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ছয় জেলায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে এগিয়ে গেছে মেয়েরা। এই বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৭৪ শতাংশ। ছেলেদের পাসের হার ৭৭.১২ শতাংশ এবং মেয়েদের ৭৮.২৭ শতাংশ।

আজ বুধবার (১৭ জুলাই) দুপুরে এই ফল ঘোষণা করে কুমিল্লা শিক্ষাবোর্ড।

ঘোষিত ফল অনুযায়ী, এবার পাসের হার গত চার বছরের তুলনায় বেড়েছে। এ বোর্ডের তিনটি বিভাগেই পাসের হারের দিক থেকে এগিয়ে রয়েছে মেয়েরা। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৮.৬৪ শতাংশ, যার মধ্যে ছেলেদের হার ৮৮.৪০ শতাংশ ও মেয়েদের ৮৮.৯০ শতাংশ।

মানবিক বিভাগে পাসের হার ৭২.৩৫ শতাংশ, এর মধ্যে ছেলেদের পাসের হার ৭০.১১ শতাংশ এবং মেয়েদের ৭৩.৫৪ শতাংশ। এ বিভাগেও পাসের হারের দিক থেকে মেয়েরা এগিয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৭৬.৯৮ শতাংশ। এতে ছেলেদের পাসের হার ৭৫.২২ শতাংশ ও মেয়েদের ৭৯.১৮ শতাংশ। এ বিভাগেও পাসের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে।

কুমিল্লা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৯৪ হাজার ৩৬০ জন। এর মধ্যে ৪৩ হাজার ২২২ জন ছাত্র ও ৫১ হাজার ১৩৮ জন ছাত্রী। পাস করেছে ৭৩ হাজার ৩৫৮ জন। যার মধ্যে ৩৩ হাজার ৩৩২ জন ছেলে এবং ৪০ হাজার ২৬ জন মেয়ে। এই বোর্ডে ২০১৮ সালে পাসের হার ছিল ৬৫.৪২ শতাংশ, ২০১৭ সালে ছিল ৪৯.৫২ শতাংশ, ২০১৬ সালে ছিল ৬৪.৪৯ শতাংশ, ২০১৫ সালে পাসের হার ছিল ৫৯. ৮০ এবং পাসের হার ছিল ৭০.১৪ শতাংশ ২০১৪ সালে।


সর্বশেষ খবর