সব

সবাইকে পেছনে ফেলে অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলে রংপুর চ্যাম্পিয়ন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 20th July 2019at 5:07 pm
FILED AS: খেলা
154 Views

 

অনলাইন ডেস্কঃ জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর জেলা দল। গতকাল টুর্নামেন্টের ফাইনালে টাইবব্রেকারে ৪-২ গোলে ময়মনসিংহ জেলা দলকে হারায় তারা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের নির্ধারিত ৭০ মিনিটের খেলা গোলশূন্য ছিল। শিরোপা নির্ধারণের জন্য টাইবব্রেকারে গড়ায় ম্যাচ। পেনাল্টি শুটআউটে চার গোল করে রংপুর।

 

চ্যাম্পিয়ন রংপুর জেলাকে ট্রফি ৫০ হাজার টাকার অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। রানার্সআপ ময়মনসিংহকে সিলভার ট্রফি ও ২৫ হাজার টাকার অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। ফেয়ারপ্লে ট্রফি পেয়েছে মাগুরা জেলা। চ্যাম্পিয়ন রংপুর জেলার শামীমা আক্তার শিলা সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতেন। ৮ গোল করেছেন তিনি। মাগুরার আনিকা আঞ্জুম উদীয়মান খেলোয়াড় হয়েছেন। আঞ্চলিক সেরা ভেন্যুর পুরস্কার দেওয়া হয়েছে ময়মনসিংহ জেলাকে।

দেশের ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত বাছাইপর্ব পেরিয়ে আসা আটটি দলকে দুই গ্রুপে ভাগ করে চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। সেখানে ‘ক’ গ্রুপে ছিল বর্তমান চ্যাম্পিয়ন টাঙ্গাইল জেলা, রাজশাহী জেলা, মাগুরা জেলা ও ঠাকুরগাঁও জেলা। ‘খ’ গ্রুপে ছিল রাঙামাটি, রংপুর, মানিকগঞ্জ ও ময়মনসিংহ জেলা। বাছাইপর্ব ও মূলপর্ব থেকে খেলোয়াড় বাছাই করে দীর্ঘ মেয়াদে আবাসিক প্রশিক্ষণ দেওয়া হয়।

 

 


সর্বশেষ খবর