সব

রাশিয়ার সামরিক বিমান লক্ষ্য করে সতর্কতামূলক গুলি দক্ষিণ কোরিয়ার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 23rd July 2019at 3:53 pm
33 Views

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তারা মঙ্গলবার রাশিয়ার একটি সামরিক বিমান লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়েছে। দেশটির পূর্ব উপকূল অঞ্চলে বিমানটি তাদের আকাশসীমা লঙ্ঘন করায় তারা গুলি ছুঁড়ে বলে এএফপির খবরে জানানো হয়েছে ।

এ বিষয়ে এএফপি’কে জয়েন্ট চীফস অব স্টাফের এক কর্মকর্তা বলেন, রাশিয়ার যুদ্ধ বিমান পরপর দুই বার দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করলে তাদের বিমান বাহিনীর যুদ্ধ বিমান মস্কোর বিমানকে ধাওয়া করে এবং সতর্কতামূলক গুলি ছুড়ে।

জানা গেছে, স্থানীয় সময় আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে প্রথম দফায় রাশিয়ার যুদ্ধ বিমান দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে এবং তিন মিনিট ধরে তা অব্যাহত থাকে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, আধা ঘণ্টা পর বিমানটি ফের দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে। দ্বিতীয় দফায় চার মিনিট ধরে তা অব্যাহত থাকে। এমন পরিস্থিতিতে রাশিয়ার বিমানটিকে বাধা দিতে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী কয়েকটি এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করে এবং বিমানটিকে বার্তা পাঠানোর পর তারা সতর্কতামূলক গুলি ছুড়ে।

ওই কর্মকর্তা আরো জানান, এই প্রথমবারের মতো রাশিয়ার যুদ্ধবিমান দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করল। সামরিক বাহিনীর সদস্যরা ঘটনাটি খতিয়ে দেখছেন।

সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজই রাশিয়ার কর্মকর্তাদের কাছে এ ব্যাপারে প্রতিবাদ জানানোর পরিকল্পনা করছে বলেও জানান তিনি।

এ ঘটনার ব্যাপারে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ খবর