সব

জামালপুর ক্ষতিগ্রস্তদের পাশে চীনের নাগরিক ও কামাল ট্রেডিং কর্পোরেশন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 24th July 2019at 10:32 pm
340 Views

 

মোঃ শাহজালাল জুয়েলঃ জামালপুরে জেলার ইসলামপুর থানার গুঠাইল এলাকায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহযোগীতা করতে প্রায় দুই হাজার প্যাকেট শুকনো খাবার নিয়ে মঙ্গলবার দুপুরে সেইখানে ছুটে গিয়েছেন ভিভা চাইনিজ রেষ্টুরেন্ট, ভিভা কেক হাউজের চেয়ারম্যান চীনের নাগরিক ব্যবসায়ী লিলি ফেং ও জামালপুর জেলার ইসলামপুরের বিশিষ্ট ব্যবসায়ী আইন উদ্দিন কামাল। আইন-উদ্দিন কামাল আন্তর্জাতিক আমদানি-রপ্তানী কারক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফ্রাইট ফরওয়ার্ডার এর সত্বাধিকারী ও ঢাকার উত্তরার কাকড়া ব্যাবসা কামাল ট্রেডিং কর্পোরেশনের মালিক।

লিলি ফেং ও আইন-উদ্দিন কামাল খুবই ঘনিষ্ট বন্ধু ও একে অপরের ব্যবসার সাথে খুবই জড়িত সেই সুবাদে আইন উদ্দিন কামাল এর সাথে তার জন্মস্থানের বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহযোগীতা করতে জামালপুর জেলার ইসলামপুরের যমুনা তীরবর্তী গুঠাইল এলাকায় ছুটে গিয়ে ত্রান বিতরন করেছেন ।

 

ইসলামপুর থানা পুলিশের সহায়তায় গত ২৩ জুলাই রোজ মঙ্গলবার দুপুরে তারা দুইজনই ইসলামপুরের বেলগাছা এবং চিনাডুলি ইউনিয়নের দুই হাজার বন্যা কবলিত নারী পুরুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন। এক পর্যায়ে আইন-উদ্দিন কামাল বলেন সেই চায়না থেকে আসা এক মহিলা ব্যাবসায়ী যদি ৬.৭ ঘন্টা জার্নি করে আমাদের এলাকায় আমার সাথে কাধে-কাধ মিলিয়ে বন্যার্তদের মাঝে ত্রান দেয়ার মন-মানুষিকতা থাকতে পাড়ে তাহলে আমাদের দেশে কতো বড়ো বড়ো ব্যাবসায়ীরা রয়েছেন তারা কেনো পারবেনা?আমি লিলি কে এই ক্ষানে নিয়ে নাও আসতে পারতাম আমি শুধু বাংলাদেশের ব্যাবসায়ীদের চক্ষু খুলে দেয়ার জন্য তাকে নিয়ে দৃষ্টান্ত স্থাপন করলাম,আপনারা দেখুন এবং সকল দূর্যগে অসহায় মানুষের মাঝে এগিয়ে আসুন, সেই সময় যমুনার তীরে বন্যার্তদের মাঝে চীনের নাগরিক ব্যবসায়ী লিলি ফেং এর ত্রাণ বিতরণের সময় এলাকায় বন্যার্তদের মাঝেও আনন্দের জোয়ার বয়ে যায়।

ঐ সময় ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তফা আল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, বিএনপি নেতা আকরাম হোসেনসহ,ভিভা চাইনিজ রেষ্টুরেন্টের সেফ আলী হোসেন,ক্যাপ্টেন কাজী মিজানুর রহমান (জনি),একাউন্টস ম্যানেজার ও জাতীয় সাপ্তাহিক শেষ সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক মোঃশাহজালাল জুয়েল সহ স্থানীয় একদল সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এলাকাবাসীর পক্ষ থেকে ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন চীনের নাগরিক লিলি ফেং এবং ব্যবসায়ী আইন উদ্দিন কামালকে ধন্যবাদ জানান,তিনি বলেন সকল বড়ো ব্যাবসায়ী যদি এভাবে বন্যার্তদের কাছে এগিয়ে আসে তাহলে তাদের একটু হলেও উপকারে আসবে।


সর্বশেষ খবর