সব

সরকার বিরোধীএকটি চক্র দেশে গুজব রটাচ্ছে- দুর্জয়

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 26th July 2019at 7:10 am
167 Views
কামরুল হাসান খান:আন্তর্জাতিক অঙ্গনে  বাংলদেশের ভাবমূর্তি বিনষ্টে সরকার বিরোধী  একটি চক্র দেশে গুজব রটাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দেশ আজ সম্মৃদ্ধির পথে  এগিয়ে।এ সফলতাকে নশ্চাৎ করতেই স্বাধীনতা বিরোধী শক্তি মরন খেলায় মেতেছে।ওই সব  অপশক্তিকে মোকাবেলা করতে যুবকদেরকেই মূখ্য ভূমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলা যুবলীগ আয়োজিত বিশেষ বর্ধিত  সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক,বিসিবি’র  পরিচালক,মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয় এসব কথা বলেন।
উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ুন কবির শাওনএর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি।
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন,সাংগঠনিক  সম্পাদক তায়েবুর রহমান টিপু,উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুল  হক,সাধারন সম্পাদক মো: আব্দুল কদ্দুস, সহ- সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা,জেলা  যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক  রাজা,যুগ্ম- আহবায়ক মাহাবুবুর রহমান জনি,শিবালয় উপজেলা যুবলীগের আহবায়ক  মিরাজ হোসেন লালন ফকিরসহ সকল  সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দুর্জয় আরো বলেন, সরকার আজ দেশের সকল প্রকার প্রতিকূলতা কাটিয়ে পদ্মা সেতু, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনসহ একাধিক মেঘা প্রকল্প বাস্তবায়ন করায়  দেশ উন্নয়নের মহাসড়কে ধাবমান।কিন্তু একটি চক্র এমন উন্নয়নমুখী পরিকল্পনা বাস্তবায়নে বাধাগ্রস্থ করতেই নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি এসব ষড়যন্ত্রকে মোকাবেলা করতে এবং স্বাধীনতা রক্ষায় তৃণমূল পর্যায়ে সকল নেতাকর্মীদের অগ্রনী ভূমিকা রাখার আহবান জানান এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনায় সকলের দোয়া কামনা করেন। এর আগে তিনি শিবালয়ের আলোকদিয়া আশ্রয়ন হাটে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেন এবং ঘিওর ডাকবাংলো মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগদেন।

সর্বশেষ খবর