সব

ডেঙ্গুর কাছে হেরে পথে লাশ হয়ে ফিরেছেন ইকরাম

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 26th July 2019at 7:17 am
66 Views

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ  ভেঙ্গুতে আক্রান্ত ইকরাম হোসেন (৪৫) নামে এক ব্যক্তি ঢাকা থেকে বাড়ী নড়াইলে ফেরার সময়  হানিফ পরিবহনে মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন।

বৃহস্পতিবার (২৫,জুলাই) সকালে ঢাকা থেকে ওই পরিবহন নড়াইলে এসে পৌছায়। পুলিশ লাশটি উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেছে। নিহতের বাড়ি সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে।

রূপগঞ্জ হানিফ পরিবহনের ম্যানেজার আকবর মন্ডল বলেন, গতকাল রাতে ঢাকার আব্দুল্লাহপুর থেকে নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইকরাম হোসেন হানিফ পরিবহনে ওঠে। দৌলদিয়া ঘাটে এলে পরিবহনের সুপারভাইজারের কাছে জানতে চান এটা কোথায়। নড়াইলের কালনা ফেরিঘাটে এসে বাসের পিছনের যাত্রীরা বাইরে নামলেও ইকরাম নামেনি। এসময় পরিবহনের লোকজন বুঝতে পারে তার মৃত্যু হয়েছে। পরিবহনের লোকজন বাস নিয়ে নড়াইল সদর থানায় চলে আসেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে।

নিহততের চাচাতো ভাই কবির হোসেন বলেন, ইকরাম ঢাকায় একটি সিকিউরিটি কোম্পানিতে চাকুরী করত। ইকরাম হোসেন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়ায় বাড়িতে চলে আসছিল।


সর্বশেষ খবর