সব

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 26th July 2019at 4:51 pm
57 Views

আমারবাংলা ডেস্কঃ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, লঘুচাপের প্রভাপে সাগরে উপকূলীয় এলাকায় সৃষ্টি হচ্ছে সঞ্চালনশীল মেঘমালা। উত্তর বঙ্গোপসাগর, দেশের উপূকলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ারও শঙ্কা রয়েছে। এ কারণে কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সূত্র আরো জানায়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। লঘুচাপটি রবিবার নাগাদ উপকূলীয় এলাকায় স্থলভাগে প্রবেশ করবে। এরপর থেকে বৃষ্টির প্রবণতাও বাড়বে।


সর্বশেষ খবর