সব

ঘুরে দাঁড়াবে বাংলাদেশঃ সুজন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 27th July 2019at 8:49 pm
FILED AS: খেলা
55 Views

 

স্টাফ রিপোর্টারঃ স্টিভ রোডসকে বিদায় দেয়ার পর শ্রীলঙ্কা সফরে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পান বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তবে দায়িত্ব নেয়ার পর শ্রীলঙ্কায় প্রথম ম্যাচেই দলের ভরাডুবি হয়েছে। সব বিভাগে বাজে পারফরমেন্সে কলম্বোয় সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের কাছে ৯১ রানে হেরেছে বাংলাদেশ। তাই তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে এখন টাইগাররা।

সিরিজে টিকে থাকতে হলে আগামীকাল রবিবার দ্বিতীয় ওয়ানডেতে জয় ছাড়া অন্য কোন পথ খোলা নেই বাংলাদেশের। এ অবস্থায় দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ; এমন আশার কথাই জানালেন খালেদ মাহমুদ সুজন।

দ্বিতীয় ওয়ানডের আগে কলম্বোয় আজ শনিবার সুজন বলেন, ‘ম্যাচ হারলে কখনোই ভালো লাগে না। তবে এখনও আমাদের সুযোগ আছে। কালকের (রবিবার) ম্যাচে ভালো করতে পারলে ঘুরে দাঁড়াতে পারবো। আমি মনে করি, আমাদের সামর্থ্য আছে ভালো করার। আমার বিশ্বাস আমরা ঘুরে দাঁড়াব।’


সর্বশেষ খবর