ডেঙ্গু এবং ভাইরাল জ্বরে ভিটামিন সি-এর ভূমিকা
আমারবাংলা ডেস্কঃ সারা দেশে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এরইমধ্যে এই রোগে মারা গেছেন চিকিৎসক, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ অনেক রোগী। অনেক হাসপাতাল আর নিতে পারছে না নতুন রোগী। অবস্থাটা এমন, অনেক চিকিৎসকও বুঝে উঠতে পারছেন যথাযথ চিকিৎসা পদ্ধতি।
এ পরিস্থিতিতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিভাগের রেজিস্ট্রার ডা. আসিফ সৈকত বিশেষ করে চিকিৎসকদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পরামর্শ হিসেবে আরেক পোস্টে তিনি তুলে ধরেছেন ডেঙ্গু এবং ভাইরাল জ্বরে ভিটামিন সি এর ভূমিকা।
ডা. আসিফ লিখেছেন, ভাইরাল জ্বর ( ডেঙ্গু , চিকুনগুনিয়া , ইনফ্লুয়েঞ্জা ) পরবর্তী Acute shock liver কাটিয়ে ওঠার জন্য, জয়েন্টপেইন (arthralgia) কমানোর জন্য বেশ কয়েকটি আন্তর্জাতিক জার্নাল রোগীদের ভিটামিন সি iv দেওয়ার পরামর্শ দিয়েছে । inj . Ascorbic acid 100 mg iv OD for 2/3 days .
ভিটামিন সি বা ascorbic acid এর অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা মারাত্মক ! inflammation এর জন্য দায়ী chemical mediators কমিয়ে আনতে ভিটামিন ‘সি’ কার্যকর ভূমিকা পালন করে । liver-এ inflammation-এর জন্য যে acute phase reaction হয় তাও ব্যাপক কমিয়ে আনে vitamin c! ভাইরাল জ্বরের পরপরই acute phase reaction শুরু হয় liver-এ। খেয়াল করে দেখবেন যেসব রোগী ডেঙ্গু শক সিনড্রোমে যায় তাদের LFT (liver function test) মারাত্মক altered থাকতে পারে। CRP ও বেড়ে যায় – acute phase reaction এর জন্য। IV Ascorbic acid দেওয়ার পর CRP উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।
যেহেতু vitamin c water soluable vitamin এ জন্য ভাইরাল জয়েন্ট পেইন / inflammation কমাতে দুই থেকে তিন দিন প্রচুর লেবু , সিভিট খেতে দেওয়া যেতে পারে, আর iv ascorbic acid 100mg ২-৩ দিন দিলে রোগী অনেক বেশি উপকৃত হবে বলে জানাচ্ছে জার্নালগুলো।