সব

ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 31st July 2019at 3:49 pm
48 Views

আমারবাংলা ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে বাংলাদেশ।

আজ বুধবার রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন কুড়াতলী এলাকায় অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এআইইউবি ক্যাম্পাসে ড. আনোয়ারুল আবেদীন লেকচার সিরিজ অনুষ্ঠানে ‘বাংলাদেশের চলমান কূটনীতি’ শীর্ষক বক্তৃতা করেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা অর্থনৈতিক কূটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। তবে চীনের কাছ থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছি। একইসঙ্গে রাশিয়া বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী বন্ধু রাষ্ট্র।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়-কূটনীতির এই মূলনীতি অনুসরণ করেই ভারত এবং চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে বাংলাদেশ। আমরা পশ্চিমাদের সঙ্গে যেমন সুসম্পর্ক বজায় রাখছি, একইভাবে মুসলিম দেশগুলোর সঙ্গেও ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখছি। আর আমাদের অন্যতম উন্নয়ন সহযোগী বন্ধু হচ্ছে রাশিয়া।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সবাই বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করে অথচ, যুক্তরাষ্ট্রে প্রতিবছর পুলিশের হাতে এক হাজারের বেশি মানুষ মারা যায়। তা নিয়ে কেউ কথা বলে না।

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, প্রথমবারের মতো মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নাগরিকত্ব নিয়ে কথা বলছে, কক্সবাজারে রোহিঙ্গারা নাগরিকত্বের দাবি তুললে তারা ফিরে গিয়ে এটি নিয়ে আলোচনার জন্য রাজি হয়েছে।


সর্বশেষ খবর