দুর্নীতিগ্রস্থ দেশে নমরুদকাল চলছে
মোমিন মেহেদীঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দুর্নীতিগ্রস্থ দেশে নমরুদকাল চলছে । ছোট্ট একটা কীট মশার কাছে পুরো জাতি আজ অসহায়; অথচ কেউই খেয়াল করছে না- দুনিয়াবী এই গজব কেন নেমে এসেছে বাংলদেশে! কারণ একটাই দেশে নীতি-আদর্শ-সতা নাই। যা আছে, তা হলো ক্ষমতার লড়াই আর পেশি-অর্থ-পরিবারের বড়াই। এই পেশি-অর্থ-পরিবার ভিত্তিক সমাজ-রাষ্ট্র ও ধর্মীয়ধারা ভেঙ্গে দিতেই এই মশা বাহিত রোগ স্বয়ং স্রষ্টার- পক্ষ থেকে-প্রকৃতির পক্ষ থেকে অভিশাপ হিসেবে এসেছে। উত্তরণে নীতি-আদর্শ-সততার বিকল্প নেই।
৩১ জুলাই দুপুর ২ টায় সেগুনবাগিচাস্থ একটি হোটেলে অনুষ্ঠিত ‘মশা বাহিত রোগ উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির ভাইস চেয়ারম্যান ড. শামসুন্নাহার মুন্নী। সভায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, সদস্য রাফিউল হাসান, গোলাম ওয়াজেদ সরকার রানা, নিরঞ্জন ভৌমিক প্রমুখ বক্তব্য রাখেন।