কোটালীপাড়ায় পবিত্র ঈদ-উল আযহা ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
রনী আহম্মেদ কোটালীপাড়া প্রতিনিধি ঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় পবিত্র ঈদ-উল আযহা ও আগামি ১৫আগষ্ট ৪৪ তম জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ জুলাই বিকেল ৪ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রসাশন কোটালীপাড়া উক্ত সভার আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে সভা প্রধান ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মোঃ মহসিন উদ্দিন। প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান শ্রী বিমল কৃষ্ণ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, কৃষি অফিসার রথিন্দ্রনাথ বিশ্বাস, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জসিম উদ্দিন, কান্দি ইউপি চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ, ঘাঘর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।
বক্তারা, উভয় অনুষ্ঠানে শু-শৃংখল, শান্তি পূর্ণ ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করার লক্ষে সকলকে একত্রিত ভাবে কাজ করার আহবান জানান। এবং আইন শৃংখলা পরিস্থিতির বিষয়ে গুরুত্ব আরোপ করেন।