সান্ধ্যকোর্সের এক মাস, আমাদের কেন নয় মাস?
প্রতিনিধি, রাবিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পরীক্ষার ফলাফল সময়মতো না দেয়ায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বুধবার সকালে সব বর্ষের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিভাগের সামনে অনশনে বসেন। পরে বিভাগের সভাপতির আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা।
এসময় তারা অভিযোগ করে জানান, সান্ধ্যকোর্সের ফলাফল এক মাসেই দেওয়া হলেও আমাদের ফলাফল নয় মাসেও প্রকাশ হয় না।
বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে ২৪ ঘন্টার মধ্যে ফলাফল জমা দেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করে নেয়। তবে রবিবারের মধ্যে ফলাফল প্রকাশ করা না হলে আবারো আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা।
এর আগে, আন্দোলনের একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লুৎফর রহমান ঘটনাস্থলে আসেন। বিভাগের শিক্ষকদের সাথে কথা বলে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘অনাকাঙ্খিত ঘটনার জন্য ফলাফল প্রকাশে দেরি হয়েছে। তোমরা আন্দোলন স্থগিত কর। সাতদিনের মধ্যে তোমাদের ফলাফল দেয়া হবে।’ তবে প্রক্টরের আশ্বাসকে প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যায়।
মাস্টার্সের এক শিক্ষার্থী বলেন, আমাদের শিক্ষাবর্ষের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা চাকরিক্ষেত্রে আবেদন করতে পারলেও ¯œাতকের ফলাফল না দেয়ায় আমরা তা পারছি না। অনেকের খুব দ্রুত চাকরির প্রয়োজন। তা না হলে পরিবারের সদস্যদের না খেয়ে থাকতে হবে। আমাদের ফলাফল দ্রুত প্রকাশ করা হোক।
এ ব্যাপারে বিভাগের সভাপতি বলেন, বিভিন্ন ত্রুটির কারণে এতটা সময় ব্যয় হয়েছে। আমরা শিক্ষকদের নিয়ে আলোচনায় বসেছি। আমরা এসব সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা করছি।