ঝিনাইদহে আওয়ামী লীগের মশা নিধন কর্মসূচীর শুরু
https://www.youtube.com/watch?v=Yrp06zm8_GQ&feature=youtu.be
জাহিদুর রহমান তারিক ঝিনাইদহঃ ঝিনাইদহে মশা নিধন অভিযান শুরু করেছে আওয়ামী লীগ।
বুধবার সকালে প্রধান মন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে তারা এ অভিযান শুরু করে।
এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বিভিন্ন স্থানে মশার আবাসস্থল জঙ্গল পরিষ্কার করা হয়। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। সেই সাথে গুজবে কান না দেওয়ার জন্য সকলকে আহবান জানানো হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই মশা নিধন অভিযানে নের্তৃত্ব দেন।