সব

আগস্ট মাস এলেই সাম্প্রদায়িক অপশক্তি সক্রিয় হয়ে উঠে: সেতুমন্ত্রী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 1st August 2019at 9:17 pm
66 Views

 

অনলাইন ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি আগস্ট মাস এলেই সক্রিয় হয়ে উঠে। একদিকে আমাদের মধ্যে হারানোর বেদনা আবার নতুন করে কাউকে হারানোর আশংকা তৈরি করে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে কেন্দ্রীয় যুবলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহদাত বার্ষিকী উপলক্ষ্যে আগস্ট মাসব্যাপী সংবাদ চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর শাহদাত দিবসে যারা ভুয়া জন্মদিনের কেক কেটে উপহাস করে তাদের সঙ্গে কর্ম-সম্পর্ক গড়ে তোলা খুবই কঠিন। পঁচাত্তরের ১৫আগস্টের ট্রাজেডির পরও আমরা গণতন্ত্র ও সুশাসনের স্বার্থে বিভিন্ন দলের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখতে চেয়েছিলাম। এ নৃশংস হত্যাকাণ্ডে অবলা নারী ও শিশুরাও রেহাই পায় নি। এ হত্যাকাণ্ড নিয়ে আমাদের আবিষ্টতা আছে। নিষ্ঠুর এই হত্যাকাণ্ডের নেপথ্য নায়কের চেহারাও স্বরূপে উদঘাটিত হয়েছে। ১৫ আগস্টের হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের পুরস্কৃত ও পুনর্বাসিত এবং হত্যাকাণ্ডের যাতে বিচার না হয়, সেজন্য ইনডেমনিটি অধ্যাদেশ জারী করে তা সংবিধানের অন্তর্ভুক্ত করেছে একটি রাজনৈতিক দল।’

তিনি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত ও পুনর্বাসিতই করেন নি, এ হত্যাকাণ্ডের যাতে বিচার না হয় সেজন্য ইনডেমনিটি বিল জারী করে তা সংবিধানের অন্তর্ভুক্ত করেছিলেন। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের নেপথ্য নায়ক কারা তা আমরা জানি। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে এবং এ হত্যাকাণ্ডের যারা মদদ দিয়েছে তারা একই অপরাধে অপরাধী।’


সর্বশেষ খবর