সব

ডেঙ্গু আক্রান্ত সকল পথশিশুদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার নির্দেশ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 1st August 2019at 9:21 pm
53 Views

 

অনলাইন ডেস্কঃ ডেঙ্গু আক্রান্ত সকল পথশিশু ও অস্বচ্ছলদের বিনামূল্যে চিকিৎসা সুবিধা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকল সরকারি ও বেসরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা ২০ আগস্ট আদালতকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার করা রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়। পথশিশুকে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানানো নিয়ে গত ৩১ জুলাই পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন ড. কাজী জাহেদ ইকবাল, মো. লুৎফর রহমান (রাসেল), ব্যারিস্টার অনিক আর হক।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ৩১ জুলাই সাত বছরের এক পথশিশু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে যায়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করে। পরবর্তীতে শিশুটি হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকে।


সর্বশেষ খবর