মশক নিধনে প্রশাসনের দিকে তাকাবে না রাবি ছাত্রলীগ
রাবি প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে ও পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ক্যাম্পাসকে ডেঙ্গু মুক্ত ও পরিষ্কার রাখতে বিভিন্ন জায়গায় জমে থাকা ময়লা, ঘাস, ঝোঁপ-ঝাঁড় পরিস্কার করছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে তারা এ অভিযান শুরু করে। এসময় সংগঠনটির সভাপতি বলেন, মশা নিধন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে হবে না।
ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নেয়া বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু বলেন, ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্নতা রাখা শিক্ষার্থী হিসেবে আমাদের দায়িত্ব। সেই জায়গা থেকে আমরা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর নেতৃত্বে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযানে নেমেছি। আশা করছি তাদের নেতৃত্বে পরবর্তীতে হলগুলোতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করবো।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া আরো বলেন, বর্তমানে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে, যার সংখ্যা দিনদিন বেড়ে চলছে তার প্রেক্ষিতে আমরা পরিচ্ছন্নতা অভিযানে নেমেছি। এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে হবে না। নিজেদের জায়গা নিজেদেরকেই পরিচ্ছন্ন রাখতে হবে।
এসময় ছাত্রলীগের প্রায় শতাধিক নেতা-কর্মী অংশ নেয়।