ঝিনাইদহের কালীগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত
https://www.youtube.com/watch?v=4Y3s-3DuB54&feature=youtu.be
প্রতিনিধি জাহিদুর রহমান : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের কালীগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বুধবার রাতে মোবাইলে কথা বলা নিয়ে ওই গ্রামের তুষার হোসেন সাথে আলফাজ উদ্দিনের কথা-কাটাকাটি হয়।
এরই জের ধরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে নারীসহ ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।