সব

রহস্য উদঘাটনের আশা তদন্ত কমিটির

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 10th April 2016at 12:48 pm
26 Views

5আমার বাংলা ডেস্কঃ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার রহস্য উদঘাটনে আশা প্রকাশ করেছেন এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান আবদুল কাহ্হার আকন্দ।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কুমিল্লা অপরাধ তদন্ত ব্যুরোর (সিআইডি) কার্যালয়ে এ আশা প্রকাশ করেন সংস্থাটির এ বিশেষ পুলিশ সুপার। এর আগে দিনভর কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনিরুল ইসলাম ও এক সেনাসদস্যকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত কমিটি।

তদন্ত কমিটির প্রধান আবদুল কাহ্হার আকন্দ আরো বলেন, ‘হত্যার ক্লু উদঘাটনে জিজ্ঞাসাবাদ করছি, বিভিন্ন তথ্য যাছাই করছি এবং সত্য উদঘাটনের চেষ্টা করছি।’ তিনি জানান, রোববার সিআইডির উপমহাপরিদর্শক (ডিআইজি) কুমিল্লায় আসবেন এবং মামলার তদন্তের অগ্রগতি দেখবেন।

এ পর্যন্ত কতজনকে জিজ্ঞাসাবাদ করেছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিআইডির কর্মকর্তা বলেন, কতজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার সংখ্যা হিসাব করে রাখা হয়নি। যখন যাকে যেখানে প্রয়োজন, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, ‘তাড়াতাড়ি নয়, আমরা আশা করছি এটা উদঘাটন করতে পারব।’

গত ২৯ মার্চ সিআইডি তনু হত্যা মামলাটি হাতে নেয়। এর পর থেকে ঢাকা ও কুমিল্লার সিআইডির সমন্বিত দলটি তনুর পরিবারসহ বেশ কয়েকজন সামরিক ও বেসামরিক লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছে।

গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের বাসার অদূরে জঙ্গলে তনুর লাশ পাওয়া যায়। ২১ মার্চ তাঁর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।


সর্বশেষ খবর