সব

৫ গান আসছে নকশীকাঁথার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 8th August 2019at 8:29 am
57 Views

 

বিনোদন ডেস্কঃ ঈদ উপলক্ষে চারটি এবং বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে একটিসহ পাঁচটি নতুন গান নিয়ে আসছে নকশীকাঁথা ব্যান্ড।

১। প্রেম নদীতে তুফান ভারী
২। ভালবাসার মালা গেঁথে
৩। থামলে গাড়ি যাবে ছাড়ি
৪। বাংলা ভাষার দুর্গতি
এবং
৫। মহামানব

এর মধ্যে চারটি গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ হলো গতকাল শুক্রবার ২ আগস্ট, পুবাইলে।

প্রেম নদীতে তুফান ভারী গানটিতে প্রেমিকদের জন্য সতর্কবার্তা আছে। লেখা ও সুরঃ সাজেদ ফাতেমী। ভালবাসার মালা শিরোনামে গানটি নিতান্তই বন্ধুত্ব ও প্রেমের। লেখা- মেহেদী রাসেল, সুর- সাজেদ ফাতেমী। থামলে গাড়ি গানটি মৃত্যু নিয়ে। দম বন্ধ হয়ে যাওয়া মাত্রই জীবনের সকল ডাক ও হাতছানি মিছে হয়ে যাওয়ার কথা আছে এ গানে। লিখেছেন আমেরিকা প্রবাসী গীতিকার ইশতিয়াক রুপু। সুর- সাজেদ ফাতেমী। বাংলা ভাষার দুর্গতি গানের বিষয়বস্তু লুকিয়ে আছে শিরোনামেই। লেখা ও সুরঃ সাজেদ ফাতেমী। মহামানব গানটি জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে তৈরি করা। পুঁথি, জারি ও কীর্তনের মিশ্রণে তৈরি করা এই গানটিরও লেখা ও সুর সাজেদ ফাতেমীর।

গানগুলোর কম্পোজিশন করেছেন ব্যান্ডের অন্যতম দুই সদস্য জে আর সুমন ও রোমেল হাসান। মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন প্রতিশ্রুতিশীল নির্মাতা ইমরান আহমেদ। আগামী এক মাসে গানগুলো পর্যায়ক্রমে রিলিজ হবে।


সর্বশেষ খবর