সব

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কাজে ইস্টার্ন ইউনিভার্সিটি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 8th August 2019at 8:35 am
63 Views

 

ই ইউ প্রতিনিধিঃ ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সচেতনতামূলক প্রচার কার্যক্রমে অংশ নিয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি। গতকাল বুধবার (৭ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইউনিভার্সিটিতে এ প্রচার কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত হোসেন মোগল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, সরকারি মহলের প্রচার কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। নানান সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনার মধ্য দিয়ে ডেঙ্গুর বিস্তার রোধ করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক বড় ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেন। এর আগে গত মঙ্গলবার ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসের আশপাশের তিনটি কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করে বিশ^বিদ্যালয়টির কর্তৃপক্ষ।


সর্বশেষ খবর