সব

শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে আদিল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রের মৃত্যু

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 9th August 2019at 3:00 pm
46 Views

জেলা প্রতিনিধি, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খালকুলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ (২১) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ ওই গ্রামের মোতাহার হোসেনের ছেলে। সে লাঙ্গলবাধ আদিল উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র ছিল।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে মোটর পাম্পে বিদ্যুতের কাজ করছিলেন আব্দুল্লাহ। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


সর্বশেষ খবর