ডেঙ্গুজ্বর মরণব্যাধি নয়-দুর্জয়
কামরুল হাসান খান:আতঙ্কিত হবেন না। ডেঙ্গু জ্বর কোন মরণ ব্যাধি নয়। বদ্ধ জলাশয়,ঝোপঝাড় ও অপরিচ্ছন্নতার কারণে ডেঙ্গু জ্বরের জীবাণু বহনকারী এডিস মশার জন্ম হয়। এটা প্রতিরোধ করতে সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সকলকে ভূমিকা রাখতে হবে।
বৃহস্পতিবার দুপুরে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও সচেতনতায় উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের প্রথম অধিনায়ক, বিসিবি’র পরিচালক,মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় এসব কথা বলেন।
সাবেক ক্রিকেটার আরো বলেন, ডেঙ্গু জ্বর প্রতিরোধে সরকার ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছেন এবং আগের তুলনায় এটা অনেকটাই নিয়ন্ত্রেণে এসেছে। তাই সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন,রাষ্ট্র বিরোধী একটি চক্র সরকারের ভাবমূর্তি বিনষ্টে ডেঙ্গু জ্বর মহামারী আকার ধারণ করেছে -এমন গুজব রটাচ্ছেন। এরা দেশ ও জাতির শত্রু।এদেরকে প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ জনমত গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি শোকের এ মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় সকলের দোয়া কামনা করেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, , উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সৌমিত্র সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম,জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুল খালেক বি এস সি,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্টু, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম- আহবায়ক মাহাবুবুর রহমান জনি, উপজেলা যুবলীগের আহবায়ক বাবুল বেপারী আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পরিদর্শন ও ডেঙ্গু জ্বর প্রতিরোধ এবং সচেতনতায় উদ্বুদ্ধকরণ সভায় যোগ দেন । পরে ঘিওর উপজেলা চত্বরে ডেঙ্গু জ্বরের জীবাণু বহনকারী এডিস মশা নিধন মশক এর শুভ উদ্বোধন করেন এবং দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে ডেঙ্গু জ্বর প্রতিরোধ এবং সচেতনতায় উদ্বুদ্ধকরণ সভায় যোগ দেন। এসময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে ওই তিনটি হাসপাতালে ১৫০ টি কিট এবং ৬ বোতল ডেঙ্গু জ্বরের আলামত পরীক্ষার ঔষধ হস্তান্তর করেন।