জাল বিধবা ভাতা’র টাকা খাচ্ছেন মহেশপুর পান্তাপাড়া ইউনিয়নের ইউপি সদস্য
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঘরে জল জ্যান্ত স্বামী রয়েছে। অথচ ইউপি সদস্য জয়নাল আবেদীন হাসিনা খাতুন নামের এক মহিলাকে বিধবা সাজিয়ে বিধবা ভাতার কার্ড দিয়ে নিজেই সেই টাকা তুলে খাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের।
এলাকাবাসী জানান, পান্তাপাড়া ইউনিয়নের কাকিলাডাঙ্গা গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী হাসিনা খাতুনের নামে দীর্ঘ ৬ বছর পুর্বে পান্তাপাড়া ইউনিয়নের ইউপি সদস্য জয়নাল আবেদীন একটি বিধবা ভাতার কার্ড ইন্সু করে। পরে ইউপি সদস্য সে বিধবা ভাতার কার্ড থেকে দীর্ঘ ৬টি বছর ভাতার টাকা তুলে খাচ্ছেন।
ইউপি সদস্য জয়নাল আবেদীন স্বীকার করে বলেন আামার পুর্বে যে ইউপি সদস্য ছিলো সেই মুলত ভাতার কার্ডটি ইস্যু করে গেছে। আমার ভূল হয়েছে। আমার উচিত ছিলো ভাতার কার্ডটি বন্ধ করে দেওয়া। তবে তিনি ভাতার টাকা তুলে নেওয়ার কথা স্বীকার করেছেন।
পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন জানান, ঘটনাটি আমি উপজেলা পরিষদ থেকে শুনেছি।