সব

কোটচাঁদপুর ঘাগা তালসার গ্রামে শিশু ধর্ষণের চেষ্টায় কিশোর গ্রেপ্তার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 10th August 2019at 7:51 am
50 Views

জেলা প্রতিনিধি, ঝিনাইদহঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ঘাগা তালসার গ্রামে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মিরাজ মিয়া (১৫) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মেরাজ মহেশপুর উপজেলার গৌরীনাথপুর গ্রামের তাজুল ইসলাম তাজুর ছেলে।

বুধবার দুপুরে মেরাজকে গ্রেপ্তারের পর পুলিশ ঝিনাইদহের একটি বিচারিক আদালতে তাকে সোপর্দ করে।

কোটচাঁদপুরের সাবদালপুর পুলিশ ক্যাম্পের এসআই নীরব হোসেন জানান, গত সোমবার শিশুটি বাড়ির পাশের বাগানে খেলছিল। এ সময় মেরাজ মিয়া তাকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে মেরাজ পালিয়ে যায়। কিশোর মেরাজ ঘাগা তালসার গ্রামে দুলাভাইয়ের বাড়িতে থেকে একটি হোটেলে কাজ করত। ঘটনার দুইদিন পর শিশুটির বাবা থানায় অভিযোগ করলে বুধবার পুলিশ মেরাজ মিয়াকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানায় একটি মামলা রেকর্ড হয়েছে।


সর্বশেষ খবর