সব

ভারতে মন্দির অগ্নিকান্ডে নিহত ৯০ আহত ১৫০

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 10th April 2016at 1:36 pm
20 Views

48আন্তর্জাতিক ডেস্কঃ কেরালার কোল্লাম এলাকায় একটি মন্দিরে অগ্নিকাণ্ডে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার (১০ এপ্রিল) ভোরে মন্দিরে ধর্মীয় উৎসব উদযাপনকালে ফোটানো আতশবাজির স্ফূলিঙ্গ আতশবাজির স্তূপের উপরে পড়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দেশটির ফায়ার সার্ভিস কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় পুলিশের বরাত দিয়ে দেশটির টিভি চ্যানেল ও সংবাদমাধ্যমগুলো এসব তথ্য নিশ্চিত করেছে। আতশবাজি ফোটানোর বিষয়ে আগেই মন্দির কর্তৃপক্ষকে সাবধান করা হয়েছিলো বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর