কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত
কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি – রনী আহম্মেদ : সারা দেশের ন্যায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় গভীর ভাবগম্ভির্যের মধ্য দিয়ে স্বাধীনতার স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকি ও শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনে বৃহস্পতিবার সকাল থেকে নানা কর্মসুচির আয়োজন করেন উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন সাহেব, পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ, আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসমএম হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক আয়নাল হাসেন শেখ, আওয়ামীলীগ কমল সেন, প্রাক্তন পৌর মেয়র অহিদুল ইসলাম হাজরা, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী রাফেজা বেগম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সদস্য দেব দুলাল বসু পল্টু, শেড গ্রুপের চেয়ারম্যান ও যুব নেতা ডাঃ সঞ্জয় বাড়ৈ জয়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ লুৎফর রহমান, রামশীল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বাবু জয়দেব চন্দ্র বালা, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারন সম্পাদক বুলবুল আহম্মেদ হাজরা, মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দিবসটি পালনে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও স্বায়িত্ব শাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত, এর পর উপজেলা সিনিয়র কৃষি অফিসার রথিন্দ্রনাথ বিশ্বাসেরনেতৃত্বে শোক র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ কুমার দাস, প্রকৌশলী দেবাশীষ বাকচী, পিআইও কাজী আঃ আজিজ, সমাজসেবা কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, যুবউন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার বাড়ৈ, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যারতন বিশ্বাস সহ প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী ও সকল শ্রেণির পেশার লোক র্যালিতে অংশগ্রহন করেন। এছাড়াও মসজিদে বিশেষ মোনাজাত, মন্দির, গীর্জা, প্যাগোডায় প্রার্থনা, আলোচনা সভা, কোরআন খতম, হামদ নাত, আবৃত্তি, গনসংগিত পরিবেশন, চিত্রাংকন ও বঙ্গবন্ধুর স্মরনে সাংস্কৃতি সংন্ধ্যা অনুষ্ঠিত ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।