শেরপুরের পশুর হাটগুলোতে জাল নোট ব্যবহারের ঘটনা ঘটেনি-র্যাব
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 10th August 2019at 11:30 pm
FILED AS: জেলা সংবাদ
65 Views
ফারুক হোসেন (শেরপুর)প্রতিনিধি :শেরপুর জেলার প্রায় ৫২টি কোরবানীর পশুর হাটে জাল নোট দিয়ে কৃষকদের প্রতারনা বন্ধ করতে র্যাব ও জেলা পুলিশ জাল নোট পরীক্ষার পাশাপাশি গোয়েন্দা তৎপড়তা চালিয়ে আসছেন। ফলে এবার জেলার পশুর হাটগুলোতে জাল নোটের ব্যবহার করে প্রতারিত হওয়ার খবর পাওয়া যায়নি।
প্রতিবছরই জেলার বিভিন্ন পশুর হাটে জাল নোট দিয়ে গরু বিক্রেতাদের প্রতারিত করে আসছিল জাল নোট ব্যবসায়ীরা। আর এ জাল নোটের ব্যবহার বন্ধে এবার জেলা পুলিশ প্রতিটি হাাটে জাল নোট পরীক্ষার মেশিন বসায়। র্যাবও তাদের গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন হাটবাজাড়ে তৎপড়তা চালিয়ে আসছে। ফ্রি পরীক্ষা করে দিচ্ছে বিভিন্ন নোটের। এতে সাধারণ মানুষও বেশ খুশি।
আজ ১০ আগষ্ট এ বিষয়ে র্যাব-১৪ এর জামালপুর-শেরপুর ক্যাম্পের এসপি তোফায়েল আহামেদ মিয়া জানান, তাদের তৎপড়তার কারণে এবার জাল নোটের ব্যবহার হয়নি।
প্রতিবছরই জেলার বিভিন্ন পশুর হাটে জাল নোট দিয়ে গরু বিক্রেতাদের প্রতারিত করে আসছিল জাল নোট ব্যবসায়ীরা। আর এ জাল নোটের ব্যবহার বন্ধে এবার জেলা পুলিশ প্রতিটি হাাটে জাল নোট পরীক্ষার মেশিন বসায়। র্যাবও তাদের গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন হাটবাজাড়ে তৎপড়তা চালিয়ে আসছে। ফ্রি পরীক্ষা করে দিচ্ছে বিভিন্ন নোটের। এতে সাধারণ মানুষও বেশ খুশি।
আজ ১০ আগষ্ট এ বিষয়ে র্যাব-১৪ এর জামালপুর-শেরপুর ক্যাম্পের এসপি তোফায়েল আহামেদ মিয়া জানান, তাদের তৎপড়তার কারণে এবার জাল নোটের ব্যবহার হয়নি।
Attachments area